January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 16th, 2024, 7:50 pm

সেন্সর ছাড়পত্র পেলো ‘মুনাফিক’

অনলাইন ডেস্ক :

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো ‘মুনাফিক’সিনেমাটি। মঙ্গলবার সিনেমাটির নির্মাতা ইভান মল্লিক সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন। ‘মুনাফিক’ এ নির্মাতার প্রথম সিনেমা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আফফান মিতুল এবং শীতল।

সেন্সর ছাড়পত্র পেয়ে অভিনেতা আফফান মিতুল জানান, এখন পর্যন্ত আমার অভিনীত ৭টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এ প্রথমবার ‘মুনাফিক’ সিনেমার মাধ্যমে রোমান্টিক নায়ক হিসেবে অভিষেক হবে। এরজন্য বেশ এক্সসাইটেড আমি। ‘মুনাফিক’সিনেমায় নিজের ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়ে এই নায়ক বলেন, একটি দৃশ্যে নায়িকাকে বাঁচাতে অসংখ্য ফাইটারের সাথে আমাকে ফাইট করতে হয়েছে। এগুলো আমার জীবনে নতুন অভিজ্ঞতা কারণ এতদিন দর্শক আমাকে ভিন্ন ধারার সিনেমায় দেখেছেন, এবার দেখবেন পুরোদস্তুর এফডিসির বাণিজ্যিক সিনেমায়।

মুনাফিক সিনেমায় আরও অভিনয় করেছেন, চিত্রনায়িকা কেয়া, চিত্রনায়ক সাইফ খান, সমামুন খান, জারা, কাজী হায়াত, আইরিন অধিকারী, জ্যাকি আলমগীর, রেজা হাসমত, আনোয়ার সিরাজী, উত্তম অধিকারী, সীমান্ত, রেবেকা রউফ, আশরাফ কবির এবং ইভান মল্লিকসহ আরও অনেকেই।