অনলাইন ডেস্ক :
তরুণ নির্মাতা মিজানুর রহমান মিজান নির্মাণ করেছেন ‘রাগী’ সিনেমা। শনিবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক মিজানুর রহমান মিজান। ‘রাগী’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবীর চৌধুরী, আঁচল, মৌমিতা মৌ, সনি রহমান, শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ, আর এফ রোমিও, লায়ন, ব্রুসলি, তনু পান্ডে, তুহিন চৌধুরী, জিয়া তালুকদার, অন্তরা, কাজী হায়াত, খালেদা আকতার কল্পনা, খোরশেদ আলাম খসরু প্রমুখ। এই সিনেমায় প্রথমবার খল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। আশা করছি, সব কাজ ঠিক মতো করতে পারলে রোজার ঈদের পরপরই মুক্তি দিতে পারবো।’
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!