October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 31st, 2022, 8:30 pm

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মৈত্রী বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করতে পারেন হাসিনা-মোদি

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনদিনের ভারত সফরকালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৭ সেপ্টেম্বরের যে কোনো সময় ভারত সফর করবেন এবং দুই থেকে তিনদিন থাকবেন।
মোদি সরকার এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে কেননা ঢাকা ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি।
কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র হিসেবে বিবেচিত এবং এটি বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড নির্মাণ করছে। এতে ভারতের এনটিপিসি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ৫০: ৫০ যৌথ উদ্যোগ রয়েছে। প্রকল্পটির মূল্য দেড় বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে ভারত ও বাংলাদেশের বাণিজ্যের জন্য কলকাতা-চট্টগ্রাম-মোংলা বন্দরের মধ্যে পরীক্ষামূলক যাতায়াত শুরু হবে।
কলকাতা থেকে প্রথম নৌযানটি ৫ আগস্ট মোংলার পশুর নদীতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এই রুট ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে পৌঁছানোর সস্তা ও বিকল্প পথ তৈরি করবে এবং একইসঙ্গে বাংলাদেশের জন্য রপ্তানি-আমদানি কন্টেইনার বহন করবে।

—-ইউএনবি