January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 4th, 2023, 8:31 pm

সেমিফাইনাল নিশ্চিত করল বসুন্ধরা

অনলাইন ডেস্ক :

আত্মঘাতী গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে এগিয়ে যাওয়ার সুযোগ দিলেন দোরিয়েলতন গোমেজ। অনুশোচনা থেকেই কিনা ব্রাজিলিয়ান স্ট্রাইকার সুযোগ খুঁজছিলেন। জোড়া গোল করে বসুন্ধরাকে এগিয়ে নেওয়ার পর স্বদেশী রবিনহোকে দিয়ে যোগ করলেন আরও একটি। তাতেই ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস ৩-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। প্রিমিয়ার ফুটবল ও ফেডারেশন কাপে পাঁচ সপ্তাহের বিরতির পর মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে আবারও মাঠে গড়িয়েছে খেলা। ফেডারেশন কাপের নক আউট পর্বের প্রথম ম্যাচে বসুন্ধরা দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩৫ মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতে মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। জাপানি সোমা ওতানির কর্নারে দোরিয়েলতনের মাথা ছুঁয়ে বল জড়িয়ে যায় জালে। তবে মুক্তিযোদ্ধার এই লিড বেশিক্ষণ থাকেনি। রবিনহোর সঙ্গে দারুণভাবে জুটি বেঁধে একের পর এক গোল এসেছে। ৪২ মিনিটে রবিনহোর বাঁ প্রান্তের মাপা ক্রসে দোরিয়েল্তন দারুণ বুদ্ধিদ্বীপ্ত শটে লক্ষ্যভেদ করে স্বস্তি ফেরান। বিরতির পর বসুন্ধরা পুরোপুরি চালকের আসনে। ৭৯ মিনিটে রবিনহোর কর্নারে দোরিয়েলতন হেডে ২-১ করেন। দুই মিনিট পর তার ব্যাক পাস থেকে রবিনহো বক্সের ভেতরে বল পেয়ে দারুণ শটে মুক্তিযোদ্ধাকে ম্যাচ থেকে ছিটকে দেন। ১১ এপ্রিল আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি খেলবে পরের কোয়ার্টার ফাইনাল ম্যাচে।