January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 9th, 2023, 9:03 pm

সেরার দৌঁড়ে এগিয়ে ক্রলি-ওকস ও ডি লিডে

অনলাইন ডেস্ক :

‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ জুলাই মাসের সেরার দৌড়ে মনোনয়ন পেয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার জ্যাক ক্রলি ও ক্রিস ওকস এবং নেদারল্যান্ডসের বাস ডি লিডে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। গত মাসে ৪টি টেস্ট খেলেছেন ক্রলি। অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টেস্টে ৫৮.৫৮ গড়ে ৪১২ রান করেছেন তিনি। এর মধ্যে ম্যানচেষ্টারে ১৮৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন এই ডান হাতি ব্যাটার। লিডসে অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচ দিয়ে ইংল্যান্ড টেস্ট দলে ফিরেই নিজের জাত চেনান ওকস। ঐ ম্যাচে ৬ উইকেট ও ৪২ রান করে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন ওকস।

ওভালে পঞ্চম টেস্টে ৭ উইকেট ও ৩৭ রান নিয়ে ইংল্যান্ডকে অ্যাশেজ হারের মুখ থেকে রক্ষা তিনি। পুরো সিরিজে ৩ ম্যাচ খেলে ৭৯ রান ও ১৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের সঙ্গে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওকস। জুলাইতে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বে সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৯২ বলে ১২৩ ও বল হাতে ৫২ রানে ৫ উইকেট নেন লিডে। তার নৈপুন্যে ৪ উইকেটে ম্যাচ জিতে ডাচরা। এই পারফরম্যান্সের সুবাদে সেরা হওয়ার দৌড়ে জায়গা পেয়েছেন লিডে।