অনলাইন ডেস্ক :
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি এ- স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) ভোটে সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন স্কালোনি (৪৪)। ফাইনালের আরেক দল ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের ৪৫ ভোটের বিপরীতে স্কালোনি পেয়েছেন ২৪০ ভোট। কাতার বিশ্বকাপে চতুর্থ হওয়া মরোক্কান কোচ ওয়ালিদ রেগ্রাগুই পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৩০ ভোট। ২০০৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলের সদস্য ছিলেন স্কালোনি। এবার তার অধীনে লা আলবিসেলেস্তারা বিশ্বকাপের তৃতীয় শিরোপা লাভ করেছে। গত ৩৬ বছরে এটি আর্জেন্টিনার প্রথম শিরোপা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে পরাজয়ের মাধ্যমে স্কালোনির অধীনে ৩৬ ম্যাচ পর আর্জেন্টিনা পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হতাশাজনক বিদায়ের পর দলের দায়িত্ব পান স্কালোনি। এরপর তার অধীনে ২০২১ সালে আর্জেন্টিনা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় করে, যা ১৯৯৩ সালের পর তাদের প্রথম শিরোপা। স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমাও জয় করে। বিশ্বকাপের সেরা কোচ হিসেবে এই ভোটে আরো যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের মধ্যে ডালিচ (ক্রোয়েশিয়া), হাজিমে মোরিইয়াসু (জাপান), লুইস ফন গাল (নেদারল্যান্ড), গ্রেগ বারহল্টার (যুক্তরাষ্ট্র), তিতে (ব্রাজিল) ও পাওলো বেনটো (দক্ষিণ কোরিয়া) অন্যতম। এর আগে গত সপ্তাহে আইএফএফএইচএস এক বর্ষ পঞ্জিতে সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করেছে।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা