কুষ্টিয়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে কুমারখালীর কয়া রেলওয়ে ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছামি হোসেন (১৪) উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে এবং স্থানীয় এমএন হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বিকালে কয়া রেলওয়ে ব্রিজের ওপর ছামি ও তার তিন বন্ধু মোবাইল ফোনে সেলফি তোলার সময় হঠাৎ করেই ট্রেন চলে আসে। এ সময় ছামি ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়। পরবর্তীতে কুমারখালী থানায় খবর দেয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। এরপর খুলনা থেকে ডুবুরি দল এসে রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২