March 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 12th, 2025, 2:12 pm

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপি মহাসচিব শোকবার্তায় বলেন, সৈয়দ মঞ্জুর এলাহী সত্যিকার অর্থে বাংলাদেশে একজন জাতীয় বুর্জোয়া শ্রেণির ব্যক্তি ছিলেন। তিনি সফল শিল্প উদ্যোক্তা, দেশপ্রেমিক, রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে সমাজে সমাদৃত ছিলেন। তার মতো গুণী ব্যক্তির শুন্যতা পূর্ণ হবার নয়।

মির্জা ফখরুল তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আজ বুধবার (১২ মার্চ) সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান সৈয়দ মঞ্জুর এলাহী। এপেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।