July 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 23rd, 2025, 6:46 pm

সোনাইমুড়িতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ কেটে পানি নিষ্কাশন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়িতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী উপজেলার বজরা ও সোনাপুর ইউনিয়নের বগাদিয়া ও বারাহিপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৫টি আধাপাকা ও টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১০ টি বাড়ীর রাস্তা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া ও সেনাবাহিনীর চাটখিল-সোনাইমুড়ী ক্যাম্পের একটি টিম।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার জনান উপজেলার জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধগুলো কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

বেলাল হোছাইন ভূঁইয়া

সোনাইমুড়ী, নোয়াখালী।