August 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 29th, 2025, 8:01 pm

সোনাইমুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতাঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জয়াগ কলেজ মিলনায়তনে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ ও উপহার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলার সভাপতিত্বে মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম, চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুদ্দৌলা, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি ডাঃ সামছুল আরেফিন জাফর, খোরশেদ আলমসহ চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 

 

বেলাল হোছাইন ভূঁইয়া 

সোনাইমুড়ী, নোয়াখালী।