সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) তাসলিমুন নেছা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোহতাছিম বিল্লাহ, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন
জমকালো আয়োজন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত
সিলেটের ‘সাদা পাথর’ লুটপাট: সিআইডি অনুসন্ধান শুরু, ৫০ জনের সংশ্লিষ্টতা যাচাই
জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান