January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 13th, 2022, 9:31 pm

সোনামসজিদ স্থলবন্দরে অগ্নিকাণ্ড, পণ্যবোঝাই ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ভেতরে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় পণ্যবোঝাই ভারতীয় দুটি ট্রাকসহ তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের প্রধান কাদেরী কিবরিয়া জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের ভেতরে আমদানিকৃত ব্লিচিং পাউডার ভর্তি একটি ভারতীয় ট্রাকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে এসে কমপক্ষে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি জানান, আগুনে গম ভর্তি আরও একটি ভারতীয় ট্রাক এবং বাংলাদেশি একটি ট্রাক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, অতিরিক্ত গরমের কারণে ট্রাকে থাকা ব্লিচিং পাউডারে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।

সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিদর্শক আলিমুজ্জামান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ব্লিচিং পাউডার বোঝাই ভারতীয় ট্রাকটি পার্ক করার জন্য ঘুরাচ্ছিলো, এসময় আগুন ধরে যায়। পাশে গম বোঝাই আরেকটি ভারতীয় ট্রাক এবং আমাদের একটি ট্রাকে গম লোড করা চলছিলো। এগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, অতিরিক্ত গরমের জন্য ব্লিচিং পাউডারের গাড়িটিতে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে।

—ইউএনবি