April 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 23rd, 2024, 11:02 pm

সোনারগাঁয়ে দ্রুতগতির বাস উল্টে যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মহাসড়কের চৈতী গার্মেন্টস সংলগ্ন মল্লিকাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, চট্টগ্রামগামী লেনের সোনারগাঁয়ের মল্লিকাপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্সের পেছনে দ্রুতগতির জৌনপুর পরিবহনের (চট্টগ্রাম মেট্রো ১১-০৫-১২) একটি বাস ধাক্কা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান।