November 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 8th, 2025, 6:00 pm

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0052,0.0000; brp_del_sen:0.1000,0.1000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 266.51434;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 35;

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জের থ্রি স্টার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে, কোম্পানির অন্যতম সিনিয়র  ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলামের টিমের উদ্যোগে উক্ত উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম।

ইউনিট ম্যানেজার মুকবল হোসাইনের সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী এ কে এম আব্দুল্লাহ স্বপন মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া, ইউনিট ম্যানেজার আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মেহেদীসহ মুরাদনগর উপজেলার সকল ফিন্যান্সিয়াল এসোসিয়েট বৃন্দ।

উক্ত অনুষ্টানে স্বপ্নবাজ উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ও প্রশিক্ষক রফিকুল ‘দ্যা এন্টারপ্রেনার মাইন্ডসেট’ (The Entrepreneur mindset) নামে একটি ট্রেনিং সেশন পরিচালনা করেন, এসময় তিনি বলেন আমি চাকরি করতে আসিনি, নিজেকে সৃষ্টি করতে এসেছি। জীবনে মনের বিরুদ্ধে কখনো কাজ করিনি। সবসময় আনন্দ নিয়ে কাজ করেছি। এটাই হয়ত আমার রব দিনশেষে পার্থক্য গড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ।

জীবনে কাজের মাঝে আনন্দ খুঁজে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।

আপনি যে কাজটা করছেন তাতে কী আপনি আনন্দ পান? নাকী মাস শেষে বেতন পাওয়ার জন্য দিনের পর দিন নিরানন্দে কাজটি করে যাচ্ছেন। যে কাজে আনন্দ নেই সেই কাজ চোখ বন্ধ করে ছেড়ে দিন!

তিনি আরো বলেন, সফলতার জন্য শুরুতেই আপনার খুব ভালো চাকুরী, গাড়ী, বাড়ি, ফোন এবং জামা-কাপড়ের প্রয়োজন নেই। আপনার প্রয়োজন একটি ভালো মাইন্ডসেট। মাইন্ডসেট ঠিক থাকলে একদিন সফল হবেন ইনশাআল্লাহ!!

সর্বোপরি সভাপতি এ কে এম আব্দুল্লাহ স্বপন মোল্লার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।