অনলাইন ডেস্ক :
গেল বছরের ১১ জানুয়ারি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কোলজুড়ে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান ভামিকা। তবে জন্মের পর থেকে মেয়ের মুখের ছবি কখনো প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। কিন্তু শেষমেশ আর রক্ষা হল না। কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন সময়ে প্রকাশিত হয়ে গেল বিরাট-আনুশকা দম্পতির মেয়ে ভামিকার ছবি। কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচ চলাকালীন ভামিকার মুখ ধরা পড়ল ক্যামেরায়। যা মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত ভামিকাকে নিয়ে ভারতের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন আনুশকা। সেই ম্যাচেই বিরাটের অর্ধ শতরান পূরণ হওয়ায় তাকে উৎসাহিত করতে হাততালি দিচ্ছিলেন মা ও মেয়ে। আর ঠিক সেই সময়ই সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থা সেই ছবিটি তুলে ধরেন। ফলে নিমেষে ভামিকার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে বিরাট-আনুশকা দম্পতি যে নিজেদের পূর্বের সিদ্ধান্তে এখনো অটল তার প্রমাণ মিলেছে তাদের ইনস্টাগ্রাম স্টোরির এক বিবৃতিতে। বিবৃতিতে তারা লিখেছেন, ‘আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ের ছবি গত রোববার স্টেডিয়ামে বন্দি হয়েছে এবং সেটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আমরা সবাইকে বলতে চাই, আমরা হতভম্ব এবং সত্যি বুঝতে পারিনি ক্যামেরা আমাদের দিকে তাক করা ছিল। আমরা এখনো একই অবস্থানে রয়েছি এবং একই অনুরোধ জানাচ্ছি যে, আমরা সত্যিই চাই ভামিকার ছবি তোলা না হোক বা সেটি প্রকাশ্যে না আনা হোক’। এদিকে বিরাট-আনুশকার পাশাপাশি এই ঘটনায় সম্প্রচার সংস্থার উপর বেজায় চটেছেন বিরাট-আনুশকার ভক্ত-অনুরাগীরা। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে ভামিকার ছবি সরিয়ে দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি সম্প্রচার সংস্থাকে তুলোধনা করে অনুরাগীদের বক্তব্য, ওদের প্রাইভেসিকে সম্মান করুন। সন্তানের জন্মের পর থেকেই সংবাদমাধ্যমের কাছে তাদের ব্যক্তিগত জীবন থেকে দূরে থাকার অনুরোধ করেছিলেন বিরাট-আনুশকা। তবে ফ্যানদের কৌতূহল মেটাতে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি পোস্ট করতেন তারা। যদিও কোন ছবিতেই ভামিকার মুখ দেখা যায়নি। তাই বিরুষ্কার মেয়েকে একঝলক দেখার অপেক্ষায় অধীর আগ্রহে বসে ছিলেন ভক্তরা। আর তাইতো সেই ছবি ভাইরাল হতেই তাদের খুশির অন্ত নেই তারকা দম্পতির ভক্তদের। ভামিকার ছবি দেখে নেটিজেনেদের অনেকেই তার মুখের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ছোটবেলার বিরাট কোহলির মুখের। কেউ কেউ এমনও লিখেছেন, জুনিয়র কোহলি।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল