August 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 7th, 2025, 8:37 pm

সৌদিআরবে অগ্নিকান্ডে নিহত প্রবাসী আকাশ, ছয় মাসেও লাশ আনতে পারেনি পরিবার

আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

নুর মোহাম্মদ আকাশ সরকার বয়স ২২বছর, অভাবের সংসারে মায়ের মুখে হাসি ফোটাতে ২০২৪ সালের অক্টোবর মাসের প্রবাসে পাড়ি জমায় আকাশ। সৌদি আরবের জিয়াদ এলাকায় একটি পেট্রোল পাম্পে কাজ পায় আকাশ। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেই পেট্রোল পাম্পে অগ্নিকান্ডে প্রাণ হারায় আকাশ। যে মায়ের মুখে হাসি ফোটাতে আকাশ অল্প বয়সে প্রবাসে পাড়ি দিয়েছিলো সেই মাকে দুঃখের অথৈসাগর ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দেয় আকাশ। দুর্ঘটনায় ছেলের মৃত্যুর ৬মাস পেরিয়ে গেছে এখনো লাশটি দেশে আনতে পারেনি পরিবার। নিহত নুর মোহাম্মদ আকাশ সরকার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের সোনারামপুর গ্রামের রফিকুল ইসলাম ও সাহিদা বেগম দম্পতির ছেলে। তার লাশটি সৌদি আরবের জিয়াদ এলাকায় একটি হাসপাতালে আছে বলে জানিয়েছেন তার পরিবার।

মৃত্যুর ৬মাস পেরিয়ে গেলেও কলিজার ধন পুত্রের লাশটি দেশে আনতে পারেনি তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুখিনী মা সাহিদা বেগম ছেলে ছবি ও কাপড়চোপড় হাতে নিয়ে বিলাপ করেছেন, এই আহাজারি যেন থামবার নয়, তার আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ। তাকে সান্ত্বনা দেয়ার ভাষাও খুজে পাচ্ছে না প্রতিবেশিরা।

সাহিদা বেগম বলেন, আমার আকাশ আমার কষ্ট দূর করতে বিদেশ গেছে। আমার কলিজা আমারে রাইখা চইলা গেছে।

আপনারা আমার কলিজার লাশটা আইনা দেন, আমি তারে বুকে জড়াইয়া ধইরা মাটি আমার বুকটা শান্তি করমু।

আকাশের বাবা রফিকুল ইসলাম সরকার বলেন নয় মাস আগে৷ আমার ছেলেটা বিদেশ গেছে, ছয়মাস আগে সে মারা যায়। এতোদিনেও লাশটা আনতে পারি নাই। সরকারের কাছে দাবী করছি আমার আকাশের লাশটা দেশে আনার ব্যবস্থা করেন।

আন্দিকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নোয়াব আলী সরকার বলেন, ছয় মাস আগে সৌদিআরবে পেট্রোল পাম্পে আগুন লেগে আকাশ মারা যায়। এখনো তারা লাশটি দেশে আনতে পারে নাই৷ লাশ আনার মতো সামথ্য তাদের নাই। তাই সরকারি খরচে তার মরদেহটি দেশে আনার ব্যবস্থা করতে অনুরোধ করছি।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, ঘটনাটি আমাকে আগে জানানো হয়নি। আজকে জানলাম, পরিবারের সদস্যরা লিখিত আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার হবে।

কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার সহকারী পরিচালক আলী হোসেন বলেন, সরকারি খরচে মরদেহ আনা হবে, দাফনের জন্য লাশের সাথে ৩৫হাজার টাকা দেয়া হবে। পরবর্তীতে আরো ৩লাখ টাকা পাবে।

পরিবারের সদস্যদের আমার কাছে পাঠিয়ে দেন। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।