December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 15th, 2024, 7:49 pm

সৌদিতে ১ কোটি ৩০ লাখ টাকা জিতল তিউনিশিয়ার সিনেমা

নিজস্ব প্রতিবেদক:

বিশাল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়া রেড সি ফিল্ম ফ্যাস্টিভ্যাল। এই উৎসবটি ২০১৯ সাল থেকে আয়োজিত হচ্ছে। যার লক্ষ্য হচ্ছে আরব, আফ্রিকা এবং আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পকে একটি বিশ্বমানের মঞ্চে তুলে ধরা।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবটি শিল্পী, নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি বিশেষভাবে আরব ও আফ্রিকান সিনেমা এবং সংস্কৃতির প্রচারে সহায়তা করে, পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্রকে উপস্থাপন করার সুযোগ দেয়।

প্রতিবারের ন্যায় এবারেও আরবের এই সিনেমার উৎসবটিতে বসেছিল বিশ্ববরেণ্য তারকাদের মেলা। দেখানো হয়েছে নানা দেশের সিনেমা। তার মধ্য থেকে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে তিউনিশিয়ার ‘রেড পাথ’ সিনেমাটি। পাশাপাশি সেরা পরিচালকের পুরস্কারটিও উঠেছে এই সিনেমার ঝুলিতে।

সেরা ছবি হিসেবে ‘গোল্ডেন ইউস্র’ বিজয়ী ‘রেড পাথ’ জিতে নিয়েছে ১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। আর্থিক মূল্যের বাইরেও ছবিটি জিতেছে উৎসবে আগত সবার মন।

পরিচালক লতফি আশাউরের ‘রেড পাথ’ ছবিটি একটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ক্ষতবিক্ষত মানসিকতার এক শিশুর যাত্রা দেখানো হয়েছে। এটি লতফি আশাউরের তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘রেড পাথ’ ছবির বিশ্ব প্রিমিয়ার হয়েছিল লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে।

উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশি পরিচালক শাহিন আলমের ‘মৌসুমী’। আর ভিওলা ডেভিস ও প্রিয়াঙ্কা চোপড়াকে সম্মাননা সূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। দুজনেই উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।

উৎসবে বিজয়ীদের তালিকা দেওয়া হলো-
সেরা ছবি
রেড পাথ
পরিচালক: লতফি আশাউর, তিউনিশিয়া

সেরা পরিচালক
লতফি আশাউর- রেড পাথ

সেরা অভিনেতা
উজাইর আলি- দ্য রিভার, পাকিস্তান

সেরা অভিনেত্রী
মায়া কারর- দ্য শ্যাডো, মরক্কো

সেরা স্ক্রিপ্ট/চিত্রনাট্য
এনট্রি উইথ টেন প্রোসেস, পরিচালক: মুহাম্মদ আল-জাহার

সেরা সিনেম্যাটোগ্রাফি
দ্য প্রিন্স, পরিচালনা: নাদিম সালেম

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
মৌসুমি, পরিচালনা: শাহিন আলম

বিশেষ পুরস্কার
ট্রানজিশন, পরিচালক: সারা হাসান