December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 1st, 2022, 8:00 pm

সৌদি আরবের বিপক্ষে জয় পেয়েও স্বপ্নভঙ্গ মেক্সিকোর

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে মেক্সিকো। শেষ ১৬ তে যেতে এই জয়ই যথেষ্ট ছিল না তাদের। প্রয়োজন ছিল আরো এক গোল। তবে তা করতে ব্যর্থ হয় তারা। ম্যাচ জুড়ে সৌদি আরবকে কোণঠাসা করে রেখে দুর্দান্ত ফুটবল খেলল মেক্সিকো। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের দুই গোলে এগিয়েও গেল তারা। অন্য ম্যাচের ফলও পক্ষেই ছিল। দরকার ছিল কেবল আরেকটি গোল। কিন্তু সেই ম্যাচ শেষ হতে উল্টো নিজেরাই গোল খেয়ে বসল দলটি। ফলে, জিতেও একরাশ হতাশা যোগ হলো মেক্সিকো শিবিরে। এদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়ার পরও শেষ ষোলো নিশ্চিত হয়েছে রবার্ট লেভানদোভস্কির পোল্যান্ডের। গ্রুপ সি এর অপর ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জয় পাওয়ায় পয়েন্ট সমান হলেও গোল গড়ে নকআউট নিশ্চিত হয় পোল্যান্ডের। লুসাইল স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে সৌদি আরবকে ২-১ গোলে হারায় মেক্সিকো। একই সময়ে শুরু আরেক ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ ব্যবধানে হারে পোল্যান্ড। শেষ মুহূর্তে মেক্সিকো গোল খাওয়ার আগে শুধু ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে ছিল পোলিশরা। সৌদি আরবকে হারানোয় মেক্সিকোর পয়েন্ট ৩ ম্যাচ খেলে ৪। অন্যদিকে পোল্যান্ডেরও পয়েন্ট ৩ ম্যাচ খেলে ৪। কিন্তু গোল পার্থক্যে পোল্যান্ড চলে গেল শেষ ষোলোয়। স্বপ্নভঙ্গ হয় মেক্সিকোর।