বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল অনুযায়ী, ৩ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে সৌদি আরবে এক নারীসহ আরও সাত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের মুস্তাফিজুর রহমান (৬১), কুষ্টিয়ার আজিজুল হক (৬৫), চাঁপাইনবাবগঞ্জের মো. শাহজাহান সিরাজ (৫৮), সিলেটের ফয়জুর রহমান (৫০), ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার (৬০), নওগাঁর মো. রফিকুল ইসলাম (৫২) ও একই জেলার আব্দুল মোত্তালিব (৫৮)।
পোর্টাল অনুযায়ী, বৃহস্পতিবার মুস্তাফিজুর ও আজিজুল মারা যান এবং শাহজাহান ও ফয়জুর বুধবার মারা যান।
এছাড়া শিরিনা ৭ জুলাই এবং আবদুল মোত্তালিব ও রফিকুল যথাক্রমে ৪ ও ৩ জুলাই মারা যান।
এতে বলা হয়, তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।
চলতি বছরের ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত সৌদি আরবে পাঁচ নারীসহ ১৯ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
এ বছর প্রায় ৬০ হাজার ২৫৬ জন বাংলাদেশি হজ পালন করেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: সেদিন আসলে কী ঘটেছিল?