January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 11th, 2022, 8:45 pm

সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা

জেলা প্রতিনিধি, পাবনা:

সৌদি আরবে ভালো বেতনের চাকরীর প্রলোভন দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অভিযুক্ত আপন দুই ভাই প্রদীপ হোসেন ও হাবিবুর রহমান বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৭ জন ভুক্তভোগী।

অভিযুক্ত প্রদীপ হোসেন ও হাবিবুর রহমান বাচ্চুর উপজেলার ভাড়ইমারী এলাকার মৃত আব্দুল হামিদ প্রামাণিকের দুই ছেলে।

সোমবার বেলা ১১টায় ঈশ্বরদী আলোবাগ মোড়ে নিউ ঘরোয়ায় ভুক্তভোগী ৭ যুবক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় ভুক্তভোগীদের পক্ষে কাজী আবু সায়েম লিখিত বক্তব্যে বলেন, প্রদীপ ও বাচ্চু সৌদি আরবে ভালো চাকরীর কথা বলে প্রত্যকের কাছ থেকে ৫- ৯ লাখ টাকা নিয়ে কাউকে দিয়েছে জাল ভিসা আর কাউকে সৌদি আরবে পাঠালেও তাদের কোনো কাজ দেয়নি। এমনকি তাদের সাথে দেখাও করেনি। এক পর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও বর্তমানে টাকা ফেরত না দিয়ে তাদের নানাভাবে  হুমকি ধামকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কিরণ হোসেন, আল আমিন, পিয়াস সরদার, শামছুল ও আজিজুল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে তারা ঈশ্বরদী থানায় একটি  লিখিত অভিযোগও দায়ের করেছেন।