সৌদি আবরে সড়ক দুর্ঘটনায় চাঁদপরের যুবক কামাল উদ্দিন সরকার নিহত হয়েছেন। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় তিনি মারা যান।
নিহত কামাল উদ্দিন সরকার (৩৮) কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মৃত আশেক আলী সরকারের ছেলে।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন সরকার প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। ছয় মাসের ছুটিতে বাড়িতে এসে গত ১৬ সেপ্টেম্বর তিনি সৌদি আবর ফিরে যান।
তার মৃত্যুর পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম. আখতার হোসাইন মজুমদার বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কামাল উদ্দিনের লাশ দেশে আনার চেষ্টা চলছে। আমরাও সহযোগিতা করছি।
—ইউএনবি
আরও পড়ুন
শাহরাস্তিতে ১৬ বছরের কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা আটক – ১
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে স্থানীয় জনগণের অবরোধ ও বিক্ষোভ
কল্যাণধর্মী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষক সমাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: অধ্যাপক মাহফুজুর রহমান