November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 5:27 pm

সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় রেড অ্যালার্ট জারি

 

সৌদি আরবে হঠাৎ প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কয়েকটি অঞ্চল। বুধবার (১২ নভেম্বর) বিকেল থেকে মক্কার দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিতে সড়ক প্লাবিত হয়ে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে।

তবে মক্কার কেন্দ্রীয় এলাকায়, যেখানে পবিত্র মসজিদুল হারাম অবস্থিত, সেখানে প্রবল বাতাস ও ঘন মেঘ দেখা গেলেও বৃষ্টি হয়নি বলে জানা গেছে।

মক্কায় ‘রেড অ্যালার্ট’

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) মক্কার দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ‘রেড অ্যালার্ট’ (সর্বোচ্চ সতর্কতা) জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, এসব অঞ্চলে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মক্কার ডিফা‘ক সহ বিভিন্ন এলাকায় রাস্তা পানিতে তলিয়ে গেছে এবং গাড়িগুলো কষ্টে চলাচল করছে। টানা দ্বিতীয় দিনের মতো এসব এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।

আগামী দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা

এনসিএম মুখপাত্র হুসাইন আল-কাহতানি জানিয়েছেন, আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তিনি নাগরিকদের নিচু এলাকা এড়িয়ে চলতে ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, আসির, আল বাহা, জাজান, কাসিম, হাইল, তাবুক, আল জৌফ, উত্তর সীমান্ত অঞ্চল এবং পূর্বাঞ্চলের কিছু অংশে বৃষ্টি হতে পারে। এর সঙ্গে প্রবল দমকা বাতাস, শিলাবৃষ্টি, উঁচু ঢেউ এবং আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।

চলাচলে সতর্কতা

মক্কা প্রদেশের সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নাগরিকদের উপত্যকা, টানেল ও নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া মক্কা–জেদ্দা–তাইফ সড়কে চলাচলকারীদের কম দৃশ্যমানতা ও পিচ্ছিল রাস্তার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এনএনবাংলা/