January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 28th, 2023, 8:00 pm

সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপ শি-র, সৌদি-ইরান আলোচনায় সমর্থন

অনলাইন ডেস্ক :

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে সৌদি আরব ও ইরানের মধ্যে চুক্তি পরবর্তী আলোচনায় সমর্থন দেওয়াসহ বিস্তৃত বিষয় নিয়ে কথা বলেছেন। আলোচনার ফলের ওপর ভিত্তি করে রিয়াদ ও তেহরান ধারাবাহিকভাবে তাদের সম্পর্কের উন্নতি ঘটাবে, ফোনালাপে শি এমন আশাবাদ ব্যক্ত করেছেন বলে  মঙ্গলবার (২৮ মার্চ) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনে সম্প্রতি হওয়া এক আকস্মিক চুক্তিতে শি মধ্যস্থতা করেছিলেন। ফোনালাপে শি চীন-সৌদি আরব সম্পর্কের উন্নতি ও বিকাশের ধারাবাহিকতার ওপরও জোর দেন। নিজ নিজ দেশের মূল স্বার্থ জড়িত এমন বিষয়গুলোতে দুই দেশই একে অপরকে দৃঢ়ভাবে সহযোগিতা করবে, বলেছেন চীনের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চীন ও সৌদি আরব আরও অবদান রাখবে, শি সৌদি যুবরাজকে এমনটাই বলেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।