January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 26th, 2023, 8:13 pm

সৌম্যকে টি-টোয়েন্টিতেও একই ছন্দে দেখতে চান হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ দল গঠনের প্রায় তিন মাস আগে হঠাৎ করে আলোচনায় আসেন সৌম্য সরকার। বলার মতো পারফরম্যান্স না করলেও তাকে ক্যাম্পে ডেকে আলোচনার জন্ম দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশ্বকাপের আগে ওয়ানডেতে সুযোগ দেন নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও প্রতিদান দিয়েছেন শূন্য রানে। বিশ্বকাপের পর কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও রাখা হয় তাকে। প্রথম ম্যাচেও আউট হন শূন্য রানে। বল হাতেও ছিলেন খরুচে। কিন্তু দ্বিতীয় ম্যাচে খেলেছেন রেকর্ডগড়া ১৬৯ রানের ইনিংস। তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে রিটায়ার্ড হার্ট হলেও বল হাতে নিয়েছেন ৩টি উইকেট। কাল শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। হাথুরুসিংহে মনে করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটেও সৌম্যকে একই ছন্দে দেখা যাবে।

নেপিয়ারে মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ। সেখানে সৌম্য প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সৌম্য যেভাবে পারফর্ম করেছে তাতে আমি ভীষণ আনন্দিত। আমি সব সময়ই জানতাম তার এভাবে ভালো খেলার সামর্থ্য আছে। আমি যখন ছিলাম সেটা সে আগেও দেখিয়েছে।’

কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন সৌম্য। নিউজিল্যান্ডে এশিয়ার কোনো ব্যাটারের এটাই সর্বোচ্চ। দীর্ঘ দিন পর সৌম্য এভাবে ফিরে আসায় তৃপ্ত হাথুরুসিংহে। কিন্তু লঙ্কান কোচ জানালেন, বামহাতি ব্যাটারের ক্লাসের প্রতি আস্থা ছিল তার, ‘আমরা সবাই বলি ক্লাস ইজ পারমানেন্ট। ফর্মটা হয়তো নানাবিধ বিষয়ে প্রভাবিত হয়।

বিশেষ করে মাথার ভেতরে কী চলে তখন বলা মুশকিল। যদি একবার নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় তাহলে নিজের ভূমিকা ও পরিবেশ নিয়ে আরও স্বাচ্ছন্দ্যে থাকা যায়। তখন নিজের সম্ভাবনাকে আরও বাড়িয়ে নেওয়া যা।’ তার পরই টি-টোয়েন্টি সিরিজে সৌম্যকে নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা এভাবেই বলেছেন তিনি, ‘সে যদি এভাবে পরিষ্কার মাথা নিয়ে থাকে, তাহলে টি-টোয়েন্টিতেও তার পারফর্ম না করার কোনো কারণ দেখি না।’