অনলাইন ডেস্ক :
খেলায় জিততে না পারলেই মৃত্যু! আর জিততে পারলে অ্যাকাউন্টে ঢুকবে বড় অংকের অর্থ। এই ভয়ংকর খেলা আবারও ফিরছে। রোববার নেটফ্লিক্সের তরফ থেকে টিজার প্রকাশ করে জানানো হয়েছে, ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন আসছে। টিজারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘রেড লাইটৃ গ্রিন লাইট।’ টিজারের পাশাপাশি পরিচালক হোয়াং দং-হিউক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ছোট বার্তা। লিখেছেন, ‘স্কুইড গেমের প্রথম সিজন তৈরি করতে লেগে গিয়েছিল ১২ বছর। কিন্তু জনপ্রিয় হতে সময় নিয়েছে মাত্র ১২ দিন। সবাইকে ধন্যবাদ। জি-হান আবারও ফিরছে।’ টিজার প্রকাশ পাওয়ায় ভক্ত মহলে তৈরি হয়েছে উন্মাদনা। অনেকেই লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না’। স্কুইড গেম’ ড্রামা সিরিজের লেখক ও পরিচালক হোয়াং দং-হিউক। জীবন যুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজটি। অদ্ভুত এক খেলায় মাততে দেখা যায় তাদের। এতে অভিনয় করেছেন লি জাং-জায়ে, পার্ক হেই সু, হিউ সাং তে, ওয়াই হা জুনসহ অনেকেই। সিরিজটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গং ইয়ো। সূত্র: ভ্যারাইটি
আরও পড়ুন
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির
‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা