রংপুর ব্যুরো:
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের জনসচেতনতা তৈরির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পর্যালোচনা করে দেখা যায় সড়ক দুর্ঘটনার সাথে অনেকগুলি ফ্যাক্টর জড়িত। তবে দুর্ঘটনা প্রতিরোধের জন্য সবচেয়েগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসচেতনতা। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন তাই মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ করার পাশাপাশি জনসচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে। আর এই জনসচেতনতার টার্গেট হচ্ছে শিক্ষার্থী অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে ট্রাফিক রুল, সড়ক দুর্ঘটনা, রোড সেফটি এবং এর প্রভাব সম্পর্কে সচেতন করে তোলা।
তার ধারাবাহিকতায় সোমবার সকালে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বোদা হাইওয়ে থানা এলাকায় ঐতিহ্যবাহী ময়দানদিঘি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বড়খাতা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক গোলাম রসূল শাহিন, শিক্ষক বৃন্দ, অফিসার ইনচার্জ বোদা হাইওয়ে থানা ওসমান গনি এবং তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। কর্মশালায় পুলিশ সুপার সড়ক দুর্ঘটনার কারণ, ট্রাফিক রুলস, সড়ক দুর্ঘটনার সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব এবং দুর্ঘটনা প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের করণীয় সংক্রান্তে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন প্রদান করেন। আলোচনাটা ছিল অত্যন্ত প্রাণবন্ত। সড়ক দুর্ঘটনার বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা পুলিশ সুপার কে বিভিন্ন প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন। পুলিশ সুপারের প্রাণবন্ত উপস্থাপনায় প্রচন্ড গরমের মধ্যে ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে এই কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সকল থানায় সড়ক দুর্ঘটনা কমানো এবং প্রতিরোধের লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্কুলে শিক্ষার্থীদের সচেতন করার টার্গেট নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করা হয়েছে। তিনি আশা করেন এই শিক্ষার্থীরা ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে হাইওয়ে পুলিশ। আইনের প্রয়োগ এবং গণসচেতনতা কর্মসূচি একসাথে বাস্তবায়ন করলে সড়ক দুর্ঘটনা কমবে বলে মনে করেন ।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
কুলাউড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
প্রি-পেমেন্ট মিটার স্থাপনে সাধারন মানুষকে চাপ প্রয়োগ করা যাবে না
প্রতিরক্ষা কলোনির বেহাত হওয়া ৮১৫ একর জমি উদ্ধার নিয়ে সেনাবাহিনী কর্মকর্তাদের সংবাদ সম্মেলন