October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 5:33 pm

স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

 

অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে আকস্মিকভাবে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে জরুরি পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তাঁর মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।’

চিকিৎসকরা আরও জানান, এ ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি অনুযায়ী পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।

অভিনয়ের আগে হাসান মাসুদ ছিলেন সেনা কর্মকর্তা। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন তিনি। এরপর ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন।

সাংবাদিকতা শেষে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে অভিষেক ঘটে তাঁর। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমাসহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন।

তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘খুনসুটি’, ‘বউ’, ‘রঙের দুনিয়া’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

এনএনবাংলা/