January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 8:54 pm

স্ত্রীকে বিক্রি করতে ব্যর্থ হয়ে খুন: যুবক গ্রেপ্তার

ভারতের গুজরাটে স্ত্রীকে বিক্রি করতে ব্যর্থ হয়ে খুন করে দেশে ফিরে পুলিশের কাছে ধরা পড়েছেন এক যুবক। বুধবার মধ্যরাতে যশোর সদরের বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার কামরুল ইসলাম (৩০) সদর উপজেলার বানিয়ারগাতীর ইউনুস আলীর ছেলে।

যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, কামরুল ইসলাম গত ১৫ এপ্রিল নিজ স্ত্রী সালমা খাতুনকে (২৪) চাকরি দেয়ার কথা বলে ভারতে নিয়ে গুজরাট রাজ্যের আনান্দ্ব জেলার ভালেজ থানা এলাকায় আটকে রাখে। সেখানে তাকে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে দেশে পালিয়ে আসে।

তিনি আরও জানান, সালমা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া এবং কামরুলের আচরণ সন্দেহজনক মনে হলে সালমার বাবা সহিদুল ইসলাম ১১ মে যশোর কোতোয়ালি মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। সেই ভিত্তিতে থানা ও ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে কামরুলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে,জিজ্ঞাসাবাদে কামরুল স্ত্রী সালমা খাতুনকে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করে পালিয়ে আসার বিষয়টি স্বীকার করেছে।

ওসি রুপন কুমার সরকার আরও জানান, আসামির তিনটি পাসপোর্ট, সালমা খাতুনের পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

—ইউএনবি