ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুটি বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুর্নীতি দমন কমিশনের পক্ষে সহকারী পরিচালক রাসেল রনি অভিযুক্তদের ব্যাংক ও বিও হিসাব অবরুদ্ধের আবেদন জানান।
আবেদনে উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় বিপ্লব কুমার সরকার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের ও অন্যদের নামে-বেনামে সম্পত্তি অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে, যা বর্তমানে অনুসন্ধানাধীন। জ্ঞাত আয়বহির্ভূত এসব সম্পদ অর্জনের পাশাপাশি অবৈধ আয়ের উৎস গোপন করতে বিভিন্ন লেনদেন করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা চলছে। এসব সম্পদ সরিয়ে নেওয়া হলে ভবিষ্যতে অর্থ উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে অবিলম্বে হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন বন্ধ করা জরুরি।
এদিকে জানা গেছে, গত ৯ ডিসেম্বর একই আদালত বিপ্লব কুমার সরকার, তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার এবং হোসনেয়ারার বোন শাহানারা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জামায়াত আমিরের
পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন মামদানি
যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই এগিয়ে নেব: তারেক রহমান