January 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 27th, 2025, 5:34 pm

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী-পিআইডি রংপুর 

রংপুর ব্যুরো: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ বলেছেন, দেশের অবকাঠামো উন্নয়নে প্রশিক্ষিত শ্রমিকের ভূমিকা অপরিসীম। দক্ষ শ্রমিক তৈরিতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই অংশ হিসাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘প্রভাতী’ প্রকল্প শ্রমিকদের অবকাঠামোগত প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।গতকাল  সোমবার (২৭শে জানুয়ারি) সকালে রংপুর পর্যটন মোটেলের সম্মেলনকক্ষে শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সহায়তাপুষ্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘প্রভাতী’ প্রকল্প দিনব্যাপী এই কর্মশালা আয়োজন করে।
প্রধান প্রকৌশলী আরও বলেন, দেশের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে উন্নয়ন কার্যক্রমের মূলস্রোতে অন্তর্ভূক্ত না করে বাংলাদেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অংশীদারিত্বমূলক করার লক্ষ্যে এলজিইডির কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং সেন্টার (সিএসটিসি) গাজীপুরে ৪৫ দিনব্যাপী নিয়মিত আবাসিক প্রশিক্ষণ আয়োজন করে।

রংপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনজুরুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রভাতী প্রকল্পের পরিচালক আনিসুল ওহাব খান, রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: মুসা, রংপুর চেম্বার অব কমার্স  অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মোঃ আকবর আলী প্রমুখ।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মশালায় ৯০ জন (৫৫ জন পুরুষ ও ৩৫ জন নারী) প্রশিক্ষিত শ্রমিক অংশগ্রহণ করেন।