January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 6th, 2021, 8:04 pm

স্থায়ীভাবে বাদ পড়ছেন লিটন-সৌম্য?

অনলাইন ডেস্ক :

অমিত প্রতিভা নিয়ে দুজন এসেছিলেন বাংলাদেশের ক্রিকেটে। দুজনের সহজাত স্ট্রোক মেকিং, হিটিং কোয়ালিটি আর নান্দনিক শটগুলো ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু দুজনের কেউই ধারাবাহিক নন। তারপরও একের পর এক সিরিজে তাদের ওপর আস্থা রেখে আসছে বিসিবি। তাদেরকে সুযোগ দিচ্ছে। কিন্তু লিটন দাস আর সৌম্য সরকার সেই আস্থার প্রতিদান দিতে পারেননি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুজনে চরম ব্যর্থ। তাই এই দুজনকে নিয়ে কঠোর পদক্ষেপের কথা শোনা যাচ্ছে। বিশ্বকাপ ব্যর্থতার পর ক্রিকেটাররা দেশে ফিরলেও মিডিয়ার সামনে কেউ কথা বলেননি। বিসিবি কর্মকর্তারাও মুখে কুলুপ এঁটেছেন। তবে জানা গেছে, শুক্রবার গোপন সভা হয়েছে বিসিবি সভাপতির সঙ্গে বোর্ড কর্মকর্তাদের। সেই সভায় ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদের সাথে আরো দুই বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুস প্রমুখ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভায় নাকি সিদ্ধান্ত হয়েছে যে লিটন দাস আর সৌম্য সরকারকে টি-টোয়েন্টি থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হবে। সভায় নাকি মুশফিকুর রহিমকে নিয়েও আলোচনা হয়েছে। দলের নির্ভরযোগ্য এই সিনিয়র ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে একেবারেই কাঁচা। তবে সম্ভবত তিনি আরেকটি সুযোগ পাচ্ছেন। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সির পদও নড়ে উঠেছে। আসন্ন পাকিস্তান সিরিজে তার ওপর নেতৃত্বভার থাকতে পারে। কিন্তু বিকল্প অধিনায়ক খুঁজতে শুরু করেছে বিসিবি। শোনা যাচ্ছে তামিম ইকবালের নাম। এবারের বিশ্বকাপে লিটন দাস ৮ ম্যাচে রান করেছেন যথাক্রমে- ৫, ৬, ২৯, ১৬, ৯, ৪৪, ২৪ এবং ০। সৌম্য সরকার ৪ ম্যাচে সুযোগ পেয়ে করেছেন যথাক্রমে- ৫, ১৭, ০ এবং ৫ রান। টুর্নামেন্টে সমালোচকদের আয়না দেখতে বলে বিপদে পড়েছিলেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে তিনি এর জবাব দিতে পারেননি। স্কটল্যান্ডের বিপক্ষে ৩৬ বলে ৩৮, শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ৬৪ ছাড়া তিনি করেছেন ৬, ৫, ৮, ০, ১। এ ছাড়া তিনি বারবার স্কুপ আর রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন।