October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 6:35 pm

স্ন্যাপচ্যাট, ক্যানভা, অ্যামাজনসহ বিশ্বের বহু প্ল্যাটফর্মে সেবা বিপর্যয়

 

অ্যামাজনের ক্লাউড অবকাঠামো সেবা ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)’-এ বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে বিশ্বের জনপ্রিয় একাধিক ওয়েবসাইট ও অ্যাপের সেবা ব্যাহত হয়েছে।

ত্রুটির কারণে অ্যামাজন প্রাইম, পারপ্লেক্সেসিটি, অ্যালেক্সা, স্ন্যাপচ্যাট, ডুয়োলিঙ্গো, ক্যানভা, রেডিট, এপিক গেমস স্টোর, সিগনাল, ডিজনি প্লাস, নিউইয়র্ক টাইমস, আইএমডিবি, পোকেমন গো এবং অ্যামাজন মিউজিক–এর মতো প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েছেন।

এএফপি জানায়, অ্যামাজনের রক্ষণাবেক্ষণ সাইটে উল্লেখ করা হয়েছে—একাধিক পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে এবং প্রকৌশলীরা ত্রুটি নিরসনে কাজ করছেন।

অন্যদিকে বিবিসি জানায়, ওয়েবসাইট মনিটরিং প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর-এর তথ্যমতে, বিশ্বজুড়ে ৫০০-রও বেশি কোম্পানির সেবায় বিঘ্ন ঘটেছে। এর মধ্যে আছে ব্রিটিশ কর্মাশিয়াল ব্যাংক, এর সহপ্রতিষ্ঠান ব্যাংক অব স্কটল্যান্ড এবং হ্যালিফ্যাক্স।

তবে এডব্লিউএস-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ত্রুটি সমাধানে ইতিমধ্যে অগ্রগতি হয়েছে এবং কিছু সেবা স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করেছে।

বিশ্বের লক্ষাধিক ওয়েবসাইট ও অ্যাপের সার্ভার ও ডেটা হোস্টিং নির্ভর করে অ্যামাজন ওয়েব সার্ভিসের ওপর। ফলে এ ধরনের ত্রুটিতে বৈশ্বিক ইন্টারনেট কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়ে।

এনএনবাংলা/