অনলাইন ডেস্ক :
সম্প্রতি নিরব-স্পর্শিয়া জুটির ‘ফিরে দেখা’ সিনেমাটি মুক্তি পায়। এবার এই জুটি নতুন সিনেমায় নাম লেখালেন। শফিকুল আলমের পরিচালনায় ‘সুস্বাগতম’ সিনেমায় দেখা যাবে তাদের। এরইমধ্যে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মাপাড়ে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। ‘সুস্বাগতম’ সিনেমায় এমন একটি মেয়ের গল্প বলা হবে যে পাইলট হওয়ার স্বপ্নে দিনরাত এক করে ফেলে। সিনেমাটিতে হাসান চরিত্রে অভিনয় করছেন নিরব। এতে যুবক চরিত্রের লুক আনতে ছাঁটতে হয়েছে শখের লম্বা চুল ও দাড়ি।
এ প্রসঙ্গে নিরব বলেন, এই সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয় আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি। ‘সুস্বাগতম’ সিনেমায় একইসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। শুটিংয়ের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজেছেন তারা। নদীতে ডুবতেও বসেছিলেন স্পর্শিয়া। তাকে উদ্ধার করে নিয়ে আসেন নিরব। নিরব ও স্পর্শিয়া জুটির দ্বিতীয় সিনেমা এটি।
আরও পড়ুন
বছরের শেষ পুরস্কার উঠলো যাদের হাতে
সৎ থাকুন, সময় পরিবর্তন হবে : তানজিন তিশা
ফিরে দেখা ২০২৪, হলিউডের যে ১০ সিনেমা গড়েছে আয়ের রেকর্ড