January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 17th, 2023, 7:57 pm

‘স্পিন খেলায় দক্ষতা ও মিডল অর্ডারের ভাবনায়’ ওয়ানডে দলে হৃদয়

অনলাইন ডেস্ক :

তৌহিদ হৃদয়ের বিপিএল পারফরম্যান্সের প্রসঙ্গ তুলতেই থামিয়ে দিলেন মিনহাজুল আবেদীন। বাংলাদেশের প্রধান নির্বাচকের দাবি, ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে থেকেই তাদের ভাবনায় ছিলেন এই ব্যাটসম্যান। সেই ভাবনায় প্রাধান্য পেয়েছে মূলত মিডল অর্ডারে খেলানো এবং স্পিনের বিপক্ষে তার দক্ষতা। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াডে চমক হয়ে এসেছে হৃদয়ের নাম। এবারের বিপিএলে ২২ বছর বয়সী ব্যাটসম্যানের পারফরম্যান্স যদিও চমকপ্রদ, তবে ওয়ানডে দলে তার এখনই ডাক পেয়ে যাওয়া জন্ম দিয়েছে বিস্ময়, প্রশ্ন ও কৌতূহলের। গণমাধ্যমে কথোপকথনে সেই কৌতূহল মেটানোর চেষ্টা করলেন প্রধান নির্বাচক। “বিপিএলে ভালো খেলেছে। তবে এর আগে আমাদের এইচপিতে, ‘এ’ দলে অনেক ভালো খেলেছে। বিপিএলের আগে থেকেই আমাদের ভাবনায় ছিল। এইচপিতে নার্সিং করেছি না? তিন বছর ধরেই তো ওকে রাখা হয়েছে নানা জায়গায়।”
প্রধান নির্বাচক ‘এ’ দলের কথা বললেও এখনও পর্যন্ত আসলে ‘এ’ দলে কোনো ম্যাচ খেলা হয়নি হৃদয়ের। তবে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিনি করেছেন ৩৬ রান। ৫টি লিস্ট ম্যাচ খেলে করেছেন ২২৬ রান, ফিফটি একটি। ৩ ইনিংসেই অপরাজিত থাকায় গড় ১১৩। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের পর তিনি সত্যিকার অর্থে দেশের ক্রিকেটে নজর কাড়লেন এই বিপিএল দিয়েই। এই আসরে ১২ ইনিংসে ৫ ফিফটিতে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হৃদয়। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ৪ ম্যাচে। যে সংস্করণে জাতীয় দলে ডাক পেলেন, সেই ৫০ ওভারের ক্রিকেটের সবশেষ ঘরোয়া আসর গত ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে ২৫৯ রান করেছিলেন তিনি মাত্র ২৮.৭৭ গড় ও ৮৩.২৭ স্ট্রাইক রেটে। বিপিএলে হৃদয়কে দেখা গেছে মূলত টপ অর্ডারে ব্যাটিং করতে। তবে বাংলাদেশ দলে ওয়ানডে তাকে নেওয়া হয়েছে ভিন্ন ভাবনায়, জানালেন প্রধান নির্বাচক। “বিপিএল তো আলাদা ফরম্যাটের খেলা। এখানে ওয়ানডে দলে আমরা চাচ্ছিলাম যে মিডল অর্ডারে একজন এরকম ব্যাটসম্যান নিতে। হৃদয় ভালো স্পিন খেলতে পারে। এক-দুই করে নিয়ে রান বাড়াতে পারে।” “এইচপিতে হৃদয় ভালো খেলে আসছে। সেখানে আমরা ওকে মিডল অর্ডারেই খেলিয়েছি।”