January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 14th, 2023, 8:36 pm

স্পিন ফাঁদে পড়ে দিল্লির বিদায়

অনলাইন ডেস্ক :

পাঞ্জাব কিংসের ছুড়ে দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে নেমে দিল্লি ক্যাপিটালসের দুর্দান্ত শুরু। ৬.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান তোলে তারা। কিন্তু পাওয়ার প্লের পর স্পিনের আবির্ভাবে সব পরিকল্পনা ভেস্তে যায়। হারপ্রীত ব্রার ও রাহুল চাহারের স্পিন ফাঁদে ধরাশায়ী দিল্লি। দুজন ৮ ওভারে ৪৬ রান দিয়ে ছয় উইকেট নেন। ওখানেই ম্যাচ হেরে যায় দিল্লি। ৭ থেকে ১৪ ওভারে ৩৭ রানে ৬ উইকেট এবং ১৫ থেকে ২০ ওভারে ৩৪ রানে ২ উইকেট হারায় তারা। ৮ উইকেটে ১৩৬ রানে থামে দিল্লি এবং ৩১ রানের হারে সবার আগে এই আইপিএল থেকে ছিটকে গেলো তারা।

লক্ষ্যে নেমে ফিলিপ সল্টকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। ৫৪ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার। দ্বিতীয় সেরা ২১ রান আসে সল্টের ব্যাটে।হারপ্রীত সর্বোচ্চ চার উইকেট নেন। এর আগে পাঞ্জাবের পক্ষে সেঞ্চুরি করেন প্রভসিমরান। ৬৫ বলে ১০ চার ও ৬ ছয়ে ১০৩ রান করেন তিনি। ৭ উইকেট হারিয়ে তারা ১৬৭ রান করে। ম্যাচসেরাও হয়েছেন এই ব্যাটার। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার শেষে দিল্লি। সমান খেলে ১২ পয়েন্ট পাওয়া পাঞ্জাব ষষ্ঠ স্থানে।