January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 25th, 2022, 1:28 pm

স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টাকালে নিহত ১৮

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টার সময় ১৮ জন অভিবাসী নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রতিবেশী মরক্কোর কর্মকর্তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে যান।
শুক্রবার ভোরে সংঘর্ষের পর বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী ও অভিবাসীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্চ মাসে স্পেন ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের পর এটিই প্রথম এ জাতীয় গণ প্রবশের চেষ্টা।
স্প্যানিশ কর্মকর্তারা বলছেন, কয়েক’শ অভিবাসী বেড়া কেটে ছিটমহলে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছিল।
তারা বলছেন, অধিকাংশকে জোর করে ফিরিয়ে দেয়া হয়েছে। তবে শতাধিক প্রবেশ করেছেন এবং তাদের একটি অভ্যর্থনা কেন্দ্রে রাখার প্রক্রিয়া চলছে।
ইউরোপ পৌঁছানোর চেষ্টা করে এমন অধিকাংশ সাব-সাহারান অভিবাসীদের জন্য সাম্প্রতিক বছরে মেলিলা ও সেউটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেউটাও স্পেনের আরেকটি ছিটমহল।

—ইউএনবি