অনলাইন ডেস্ক :
স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল মেলিলায় প্রবেশকালে ১৮ জন অভিবাসী নিহত হয়েছিলেন। শনিবার নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্পেন এবং মরক্কোর মানবাধিকার সংস্থাগুলো।
মরক্কোর কর্তৃপক্ষ জানিয়েছে যে শুক্রবার মেলিলা এবং মরক্কো সীমান্তের লোহার বেড়াতে পার হতে গিয়ে তারা মারা যান।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় ৭৬ জন নিরাপত্তা কর্মকর্তাসহ ১৪০ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
মন্ত্রণালয় প্রাথমিকভাবে পাঁচ জনের মৃত্যুর খবর জানিয়েছে। মরক্কোর সরকারি টেলিভিশন টুএম স্থানীয় কর্তৃপক্ষের উদ্বৃত্তি দিয়ে শনিবার ১৮ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে এবং এরপর মৃতের সংখ্যা ২৩ জনের পৌঁছেছে বলে জানিয়েছে।
মরক্কোর হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন ২৭ জনের মৃত্যুর খবর দিয়েছে, তবে তাৎক্ষণিকভাবে সংখ্যাটি নিশ্চিত করেনি।
এমএপি জানিয়েছে, মরক্কোর নিরাপত্তা বাহিনীর দুই সদস্য এবং ৩৩ জন অভিবাসীকে মরক্কোর নাদোর ও ওজদা শহরের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে