অনলাইন ডেস্ক :
স্পেনের একটি গ্রামের নাম বদলে রাখা হয়েছে ‘ইউক্রেন’। এর আগে ওই গ্রামের নাম ছিল ‘ফুয়েন্তেস দে আন্দালুসিয়া’। রাশিয়ার হামলার বিরোধিতা করে ইউক্রেনের নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে গ্রামটির নাম পরিবর্তন করেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামটির রাস্তায় ইউক্রেনের নাম লেখা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিনব উদ্যোগটি নিয়েছেন গ্রামের বাসিন্দারা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামটির রাস্তাগুলোর নামকরণ করা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরের নামে। কিয়েভ, ওদেসা এবং মারিউপোল নামে রাস্তা রয়েছে সেই গ্রামে। স্পেনের ‘ফুয়েন্তেস দে আন্দালুসিয়া’ যা এখন ইউক্রেন নামে অভিহিত হচ্ছে, সেখানে সাত হাজারের বেশি মানুষ বাস করেন। স্থানীয় বাসিন্দা ফ্রান্সিসকো মার্তিনেজ বলেছেন, আমাদের উদ্দেশ্য হলো সংঘাত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো। ইউক্রেনে যে রাশিয়া আগ্রাসন চালাচ্ছে, জনগণকে তা জানানো। সেখানকার বাসিন্দারা মাত্র দুই দিনেই তিন হাজার পাঁচশ ইউরো তহবিল সংগ্রহ করেছে ইউক্রেনের শরণার্থীদের জন্য। সূত্র: রয়টার্স।
আরও পড়ুন
গাজা যুদ্ধে ইসরাইলি সেনা নিহত বেড়ে ৮০০
নামছে সেনা, ফিরছে ২২৫ বছর পুরনো ‘ভিনগ্রহী আইন’
আমেরিকার অস্ত্রে হামলা, চটে লাল পুতিন