November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 16th, 2024, 11:04 pm

স্পেনে কেয়ার হোমে অগ্নিকাণ্ডে নিহত ১০

অনলাইন ডেস্ক
স্পেনের একটি কেয়ার হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই কেয়ার হোমে বয়স্ক এবং মানসিক ভাবে অসুস্থ লোকজন থাকেন বলে স্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, একটি ফায়ার ডোরের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এছাড়া এক আঞ্চলিক কর্মকর্তা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কেয়ার হোমের কর্মীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশংসা করেছেন।

ওই কেয়ার হোমের এক পরিচালনাকারী বলেন, সম্ভবত কেউ ধূমপান করছিল এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ওই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।

আরাগন অঞ্চলের জরুরি পরিষেবা দপ্তর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ভিলাফ্রাঙ্কা দে ইব্রো শহরের জার্ডিনেস দে ভিলাফ্রাঙ্কার বাসভবনে শুক্রবার ভোরের দিকে আগুনের সূত্রপাত ঘটে।

দুর্ঘটনার সময় ওই কেয়ার হোমে ৬৯ জন বাসিন্দা এবং দুইজন কর্মী অবস্থান করছিলেন। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। আগুনের কারণে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টে লোকজন প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়।

ওই কেয়ার হোম থেকে ৫৬ জনকে অন্য একটি কেয়ার হোমে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।
২০০৮ সালে বৃদ্ধাশ্রম হিসেবে ওই ভবনের কার্যক্রম শুরু হয়। তবে সাম্প্রতিক সময়ে মানসিকভাবে অসুস্থ লোকজনকেও সেখানে সেবা দেওয়া হচ্ছে।