January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 1st, 2022, 8:02 pm

স্পেন যাচ্ছেন অভিনেত্রী বাঁধন

অনলাইন ডেস্ক :

স্পেনের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এ উৎসবে অংশ নিতে তাই শিগগিরই স্পেনে যাবেন মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সঙ্গে যাচ্ছেন সিনেমাটির পরিচালক ও প্রযোজকসহ সংশ্লিষ্ট আরও অনেকে। স্পেনের চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শিত হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত সিনেমাটির নামভূমিকায় অভিনয় করা নায়িকা আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ‘আমার অভিনীত কোনো সিনেমা বিদেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, এটি অবশ্যই আমার জন্য সম্মান ও আনন্দের। এটা বাংলাদেশি সিনেমার জন্যও একটি বড় অর্জন।’ স্পেনের চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতোমধ্যে সব ধরনের আবেদন প্রক্রিয়া শুরু করেছেন বাঁধন। ১০ জুনের মধ্যে ভিসাও পেয়ে যাবেন বলে আশা করছেন তিনি। উৎসব শেষে দেশে ফিরে আবারও সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে ব্যস্ত হবেন আজমেরী হক বাঁধন। ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।