January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 8th, 2021, 1:08 pm

স্পেসওয়াক করা চীনের প্রথম নারী ওয়াং ইয়াপিং

অনলাইন ডেস্ক :

দেশের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশনের অংশ হিসাবে স্পেসওয়াক পরিচালনা করা প্রথম চীনা নারী হয়েছেন ওয়াং ইয়াপিং।

চায়না ম্যানড স্পেস এজেন্সির মতে,ওয়াং ও তার সহযাত্রী নভোচারী ঝাই ঝিগাং রবিবার সন্ধ্যায় স্টেশনের প্রধান মডিউল ছেড়ে যান। সরঞ্জাম ইনস্টল করা ও স্টেশনের রোবোটিক পরিসেবার পরীক্ষা চালাতে তারা ছয় ঘণ্টারও বেশি সময় ব্যয় করেন।

সিএমএস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ক্রুর তৃতীয় সদস্য ইয়ে গুয়াংফু, স্টেশনের ভিতরে থেকে সহায়তা করেছিলেন।

ওয়াং ও ঝাই উভয়ই চীনের পরীক্ষামূলক স্পেস স্টেশনগুলিতে ভ্রমণ করেছিলেন এবং ঝাই ১৩ বছর আগে চীনের প্রথম স্পেসওয়াক পরিচালনা করেছিলেন।

এই তিনজন স্থায়ী স্টেশনের দ্বিতীয় ক্রু। ১৬ অক্টোবর তাদের আগমনের সাথে শুরু হওয়া মিশনটি চীনা মহাকাশচারীদের জন্য মহাকাশে এখনও পর্যন্ত দীর্ঘতম সময়ের মিশন।