আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এর মাধ্যমে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রুমিন ফারহানার পূর্বঘোষিত সিদ্ধান্তের প্রথম আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন হলো।
গত কয়েকদিন ধরে রুমিন ফারহানা ধারাবাহিকভাবে জানিয়ে আসছিলেন, বিএনপির মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত সপ্তাহে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘মার্কা যাই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই আমি নির্বাচন করব।’
এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা জানান, বিএনপি বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট করায় ওই আসনে তাদের প্রার্থীকে মনোনয়ন দিতে হয়েছে, যার ফলে তিনি দলীয় মনোনয়ন পাননি। তবে দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তিনি আগাম পদত্যাগের ইঙ্গিতও দেন।
রুমিন ফারহানার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের পর এখন তা জমা দেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে তিনি নির্বাচনী কার্যক্রম জোরদার করতে নির্বাচনী অফিস স্থাপন এবং প্রচারণা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার একটি অংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৬০৯ জন, আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯৯ জন এবং বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৫৭ হাজার ৭৪০ জন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভোটে কখনো হারেননি খালেদা জিয়া, সংসদীয় রাজনীতিতে অনন্য রেকর্ড
বেগম খালেদা জিয়া যেভাবে হয়ে ওঠেন ‘আপসহীন’
খালেদা জিয়ার স্মরণে গুলশান কার্যালয়ে শোকবই, রাষ্ট্রদূতদের স্বাক্ষর