January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 15th, 2024, 8:16 pm

স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দীঘির

অনলাইন ডেস্ক :

দীঘির কথায়, ‘গিয়াস উদ্দিন সেলিমের মতো বড় মাপের নির্মাতার সঙ্গে কাজ করা মানেই কিছু না কিছু শেখার সুযোগ পাওয়া। যে সুযোগ কখনও হাতছাড়া করতে চাইনি। প্রস্তাব পেয়েই লুফে নিয়েছি। তাঁর নির্দেশ মেনে চেষ্টা করেছি মনপ্রাণ উজাড় করে কাজ করে যাওয়ার। অভিনীত চরিত্রটিও চ্যালেঞ্জিং ছিল, তবু সব ভয়-সংকোচ কাটিয়ে অভিনয় করে গেছি। একইভাবে জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাসের চরিত্র পর্দায় তুলে ধরেছি ‘শ্রাবণ জোৎস্নায়’ ছবিতে। আবদুস সামাদ খোকন পরিচালিত এ ছবিতেও দর্শক আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। আমি মনে করি, এ দুটি ছবি দিয়ে সামনের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাব।’

দীঘির এ কথা থেকে বোঝা গেল, শিশুশিল্পীর খোলনলচে থেকে বেরিয়ে এলেও নিজস্ব ভাবনা নিয়ে কাজের সুযোগ পেতে খানিকটা সময় লেগেছে তাঁর। এই সময়ে এসে তিনি নতুন ও ভিন্ন ধাঁচের গল্পে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সে কাজগুলো আসলেই দর্শক প্রত্যাশা পূরণ করবে কিনা- তা জানতেও খুব একটা অপেক্ষায় থাকতে হবে না। কারণ, গত বৃহসপতিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিনেমা ‘গাঁইয়া’। এ ছাড়া আজ শুক্রবার দর্শক দেখতে পাবেন ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমাটি।