November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 3:46 pm

স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক আসবেন: ধর্ম উপদেষ্টা

 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আগমন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাকির সাহেবকে দেশে আনার বিষয়ে একটি দল আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের স্পষ্টভাবে জানিয়েছি, এটি আমার অধিক্ষেত্র নয়। কোনো বিদেশি মেহমান দেশে আসবেন কি না, তা নির্ধারণ করে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এখানে প্রাসঙ্গিক নয়। যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমতি দেয়, তবে তিনি আসতে পারবেন।”

তিনি আরও বলেন, ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার এখতিয়ারেই বিষয়টি পড়ে—তারা আইনগত ও প্রশাসনিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।

ড. খালিদ হোসেন জানান, পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে বলেছেন, তিনি এখনো এ বিষয়ে অবহিত নন। সাধারণত কোনো বিদেশি অতিথির আগমন সংক্রান্ত বিষয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই সমন্বয় করে থাকে। তাই জাকির নায়েকের সম্ভাব্য আগমন সম্পর্কেও চূড়ান্ত সিদ্ধান্ত ওই দুই মন্ত্রণালয়ের হাতেই রয়েছে।

এনএনবাংলা/