January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 30th, 2023, 8:16 pm

স্বর্ণাকে নিয়ে আইসিসির সেরা একাদশ ঘোষণা

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে গত রোববার ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ নিয়েছে ভারতীয় দল। সোমবার (৩০ জানুয়ারী) বিশ্বকাপের সেরা একাদশও ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। মিডল অর্ডারে ব্যাটিং করা স্বর্ণা দক্ষিণ আফ্রিকায় প্রতি ম্যাচেই ঝড় তুলেছিলেন। এই আসরে অংশ নেয় বাংলাদেশও। টুর্নামেন্টে একমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুধু হেরেছে। ওই হারেই অস্ট্রেলিয়া ও ভারতের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনাল খেলতে না পারলেও স্বর্ণা আক্তার সেরা একাদশে সুযোগ পেয়েছেন ঠিকই। ৫ ম্যাচে ১৫৭.৭৩ স্ট্রাইকরেটে ১৫৩ রান করেছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কাও (৬) এসেছে তার ব্যাট থেকে। লঙ্কানদের বিপক্ষে জিততে তার অপরাজিত ৫০ রানের ইনিংস কার্যকরী ভূমিকা রেখেছে। সেরা একাদশে বাংলাদেশের একজন ক্রিকেটার থাকলেও সবচেয়ে বেশি তিনজন ক্রিকেটার আছেন ভারত ও ইংলান্ডের। এ ছাড়া বাংলাদেশের মতো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার রয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন পাকিস্তানের আনোশা নাসির। সেরা একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের অধিনায়ক গ্রেস স্ক্রাইভেনসকে। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি দারুণ নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলেছেন গ্রেস। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৩ রান করেছেন ইংলিশ ওপেনার। টুর্নামেন্টে সর্বোচ্চ ২৯৭ রান করা ভারতের শ্বেতা সেহরাওয়াতও আছেন সেরা একাদশে। এ ছাড়া টুর্নামেন্টের শীর্ষ ৫ বোলারের চারজন আছেন এই একাদশে। অস্ট্রেলিয়ার ম্যাগি ক্লার্ক সবচেয়ে বেশি ১২ উইকেট নিয়েছেন। এ ছাড়া ভারতের পার্শ্ববী চোপড়া ১১, ইংল্যান্ডের হান্না বেকার ১০ ও ইংল্যান্ডের অধিনায়ক গ্রেস স্ক্রাইভেনস ১০ উইকেট নিয়েছেন। সেরা পাঁচে থাকা পাকিস্তানের বোলার আনোশা নাসির আছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ:
গ্রেস স্ক্রাইভেনস (অধিনায়ক, ইংল্যান্ড), শ্বেতা সেহরাওয়াত (ভারত), শেফালি ভার্মা (ভারত), জর্জিয়া প্লামার (নিউজিল্যান্ড), দেউমি বিহঙ্গ(শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাব মেসো (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা), পার্শ্ববী চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), ম্যাগি ক্লার্ক (অস্ট্রেলিয়া।
দ্বাদশ খেলোয়াড়: আনোশা নাসির (১২তম খেলোয়াড়, পাকিস্তান)