অনলাইন ডেস্ক :
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এখন অভিনয়ে অনেকটা অনিয়মিত। সাধারণত গল্প ও চরিত্র মনের মতো না পেলে তিনি অভিনয় করেন না। এবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। সরকারি অনুদানে নির্মিত ‘ফ্ল্যাশব্যাক ৭১’ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।
তিনি বলেন, ‘বাপ্পারাজ মেজর আকবর চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে, পাক বাহিনী খ্রিস্টান ধর্মের মেরি নামের এক বাঙালি নারীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে যায়। মেজর আকবর সেই নারীকে উদ্ধার করে সুস্থ করে। পরবর্তী সময়ে সেই নারীকে বিয়ে করে সমাজে প্রতিষ্ঠিত করে।’
আরও পড়ুন
পরিচালকের বান্ধবী-স্ত্রী হতে চাননি বলেই দেশ ছেড়েছিলেন জয়া
সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা