লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং স্বাধীনতাযুদ্ধের সময় দেশের শত্রু হিসেবে চিহ্নিত ছিল, স্বাধীনতার পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় তারা সাধারণ ক্ষমা পেয়েছিল। কিন্তু সেই সাধারণ ক্ষমার মর্যাদা তারা কখনোই রক্ষা করেনি; বরং তা অবমূল্যায়ন করেছে। তারা কখনো আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হয়েছে, আবার কখনো আওয়ামীলীগ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থেকেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর এলাকার বিজয় স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির এই প্রার্থী বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা না দিতেন, যদি তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব না দিতেন এবং রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ না করতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা আজও প্রশ্নবিদ্ধ থেকে যেতে পারত।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি সম্মুখসমরে যুদ্ধ করেছেন। তাঁর শাহাদাতের পর বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান ছিলেন একজন জনপ্রিয় রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়া ছিলেন দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আরও পড়ুন
কুলাউড়ায় ভারতীয় সিগারেট জব্দ
জাপানে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন (BLAJ) প্রতিষ্ঠিত: নাসিরনগরের কৃতিসন্তান সাইফুল সভাপতি নির্বাচিত
উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: তৌহিদুল ইসলাম টিটু