April 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 24th, 2025, 1:42 pm

স্বাধীনতা উদযাপনের মঞ্চে মৌসুমী

নায়িকা মৌসুমী। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস’ (বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’র মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত নায়িকা মৌসুমী। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভার উপস্থাপনায় এ অনুষ্ঠানে গান পরিবেশনা করবেন সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।

২০০৬ সাল থেকে নিয়মিতভাবে ‘বাফলা’ বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে। এটি এমন একটি ফেডারেশন যার সঙ্গে ২৯টি সংগঠন যুক্ত। এ আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করে। দুদিনব্যাপী এ আয়োজন হয়ে থাকে। ২৬ ও ২৭ এপ্রিল আমেরিকার মাটিতে দুদিনের এ উৎসবে একটি ছোট্ট বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে বলে প্রত্যাশা আয়োজকদের।

বাফলার সভাপতি রোশনী আলম ও তার কেবিনেট নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে এবারের আয়োজনকে আরও সফল করে তুলতে। প্রত্যেক সংগঠনই এ আয়োজনকে সফল করে তুলতে আন্তরিক সহযোগিতারও হাত বাড়িয়ে দিচ্ছে। ‘বাফলা’র বাইরে আর কোনো ফেডারেশন এভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে প্রতি বছর উদযাপন করে না।

সেদিক দিয়ে ‘বাফলা’ ভীষণভাবে সফল। বর্ণাঢ্য র‌্যালি শেষে দেশের গান দিয়ে ২৬ এপ্রিল অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বের শুরু হবে। থাকবে দেশের গান, দেশের কবিতা ও নাচ। সেখানকার স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন। ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহণ করবেন।

মূলত এ আয়োজনের মূল আকর্ষণ চিত্রনায়িকা মৌসুমী, যা নিয়ে তিনি বলেন, “‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এ আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারব আমরা—এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।”

আয়োজন নিয়ে মুন্নী বলেন, ‘দীর্ঘদিন ধরে বাফলার আয়োজনে হয়ে আসা এ উৎসবে এর আগেও আমি অংশগ্রহণ করেছিলাম। এবারও আমি অংশগ্রহণ করছি। সত্যিই অনেক অনেক ভালোলাগার বিষয় এ আয়োজনে একজন শিল্পী হিসেবে গানে গানে দেশকে তুলে ধরার সুযোগ পাওয়াটা। ধন্যবাদ বাফলার সভাপতিসহ কেবিনেটের সবাইকে। আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এ আয়োজন বারবার প্রমাণ করে দেশের বাইরেও আমরা একটি পরিবার।’

এ আয়োজনে আরও গান গাইবেন শফি মণ্ডল ও অংকন ইয়াসমিন।