December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 19th, 2024, 7:35 pm

স্বাধীনতা নিয়ে গাইলেন তাসরিফ খান

অনলাইন ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাসরিফ খানের ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গানটি প্রতিবাদের সাহস যুগিয়েছিল ছাত্র-জনতাকে। ২০২০ সালের আগস্টে প্রকাশিত এই গানের কারণে ঘর ছাড়তে হয়েছে শিল্পীকে। কারণ এবার গণ-আন্দোলনে হাতিয়ার হয়ে উঠা গানগুলোর মধ্যে এটি একটি। গানটির কারণে তার ব্যান্ড ‘কুঁড়েঘর’র ড্রামার শান্তকেও বেধড়ক মারধর করা হয়েছে। সেই বর্ণনা ক’দিন আগেই শিল্পী দিয়েছেন তার ফেসবুকে। গেল ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ আবার স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতাকে নিয়ে এবার নতুন গান বাঁধলেন তাসরিফ খান।

শিরোনাম ‘স্বাধীনতার গান’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথাও লিখেছেন তিনি। সঙ্গে আছেন তারিক আবেদীন ইমন। গত রোববার ‘স্বাধীনতার গান’ প্রকাশ হয় ‘কুঁড়েঘর’র ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। মাত্র ১৪ ঘন্টায় গানটি ফেসবুকে দেখা হয়েছে ১৫ হাজার আর ইউটিউবে ১ লাখ ১৫ হাজারের বেশি দর্শক।

‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গানের কথায় যেমন বিগত সরকারের আমলে সাধারণ জনগণের বাকস্বাধীনতা আর দমিয়ে রাখার কথাগুলো তুলে ধরা হয়েছে, ঠিক একইভাবে ‘স্বাধীনতার গান’-এ তুলে ধরা হয়েছে এবারের স্বাধীনতা অর্জন ও রক্ষার কথাগুলো। গানের কথাগুলো এমন- একটা যুদ্ধ রক্ত দিয়ে, হয়তো করেছি জয়/ স্বাধীনতাটুকু রক্ষা হবেকি, এখনও রয়েছে ভয়! এখনও দেখি উড়ছে আকাশে, নয়া শকুনের দল/ চাইছে ওরা এই স্বাধিনতা, করে দিতে নিস্ফল!’