সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
২৬ সালের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে এই নির্বাচন মাইলফলক বিবেচিত হবে ।
তিনি আজ (৬ আগষ্ট) দুপুরে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সীমান্তবর্তী বরাক মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ যুদ্ধের দিবস “ বান্দরকাটা যুদ্ধ দিবস “উপলক্ষে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ৬ অগস্ট বান্দরকাটায় পাক হানাদার বাহিনীর সাথে সম্মূখ সমরে ৯ জন বীরমুক্তিযোদ্ধা শহীদ হন । ৬৩ জন দখলদার পাক বাহিনী সেনা নিহত হয়।
আলোচনা সভার আগে এমরান সালেহ প্রিন্স বান্দরকাটা যুদ্ধে শহীদদের প্রতি সন্মান প্রদর্শন করে স্মৃতিস্তম্ভে পুষমাল্য অর্পণ করেন এবং বীরমুক্তিযোদ্ধদের সাথে কুশল বিনিময় করেন। উল্লেখ্য বিগত বিএনপি সরকারের আমলে এমরান সালেহ প্রিন্সের উদ্যোগে বান্দরকাটা যুদ্ধ স্মৃতিসৌধ পুনঃনির্মাণ করা হয়।
অনুষ্ঠানে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। নির্বাচনের জন্য জনগণ মুখিয়ে আছে। আওয়ামী লীগ ১৫ বছরে নির্বাচনের নামে প্রহসন করে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠাই হবে সবচেয়ে বড় ও কার্যকর সংস্কার।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের আকাঙ্খা ধারণ করে। মুক্তিযোদ্ধাদের দল বিএনপি। স্বাধীনতার মূলমন্ত্র সাম্য, মানবিক, গণতান্ত্রিক ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠন বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে স্বাধীনতার ৩০ বছর পর বেগম খালেদা জিয়া ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং মুক্তিযোদ্ধাদের সম্মানী বৃদ্ধি ও মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপির আগামী দিনের সরকারও শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যানে অগ্রণী ভূমিকা পালন করবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী কোন অপ তৎপরতা বরদাশত করবে না।
তিনি মুক্তিযোদ্ধাদের বিএনপির পাশে থাকার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বারোয়ারি ব্যবসা করেছে, নিজস্ব সম্পদ বিবেচনা করে করে তাদেরকে নিয়ে রাজনীতি করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ও জাতি প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিএনপি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনীতি করে না, করবেও না। তাদের দলীয় রাজনীতির সংকীর্ণতার উর্দ্ধে রাখতে চায়।
আসছে নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে হালুয়াঘাটের বীরমুক্তিযোদ্ধদের স্মৃতি ও অবদান এবং হালুয়াঘাটে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
বীরমুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়, বীরমুক্তিযোদ্ধা গাজী কাজিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
সাইদুর রহমান রাজু
হালুয়াঘাট, ময়মনসিংহ
আরও পড়ুন
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে প্রকল্প থাকলেও দেখা মিলেনি কালভার্টের
ঘরে ঘরে সৎ নেতৃত্বের বার্তা ছড়িয়ে দিন: গোলাম কুদ্দুস
প্রতারক টিপুর ফাঁদে নিঃস্ব নওয়াপাড়ার অর্ধশতাধিক ব্যবসায়ী